মুলার উচ্চতা আড়াই ফুট। ওজন আড়াই কেজির একটু বেশি। মুলাটির ব্যস তিন থেকে চার ইঞ্চির কম হবে না। এই মুলাটি কিনে এনেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা মো. ইয়াছিন চৌধুরী।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ইয়াছিন চৌধুরী সড়ক বাজারের সবজি ব্যবসায়ী বাবলু সাহা থেকে মুলাটি কিনে আনেন। আড়াই কেজির এ মূলাটি তিনি প্রতি কেজি ৩৫ টাকা দরে ৯০ টাকায় কেনেন। তিনি এত বড় মুলা দেখে রীতিমতো অবাক হয়েছেন। বাসায় আনার পর পরিবারের অন্য সদস্যরাও অবাক হন। এর আগে কখনো এত বড় মুলা দেখেননি।
সবজি ব্যবসায়ী বাবলু সাহা বলেন, তাহের মিয়া নামে একজন আড়তদার থেকে কয়েকটি বড় মুলা আনেন তিনি। এর মধ্যে বেশিরভাগই দেড় ও দুই কেজি ওজনের। সবচেয়ে বড় মুলাটি ছিলো আড়াই কেজির বেশি। এত বড় মুলা দেখে অনেকেই তার দোকানে আসেন ও খোঁজ নেন কোথা থেকে আনা। মূলত নরসিংদী জেলা থেকে এসব মুলা আসে।