জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার ফিরছে ’৫০ বল’ ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২২ সালে জাবি ‘৫০ বল’ টুর্নামেন্ট আয়োজন করেছিল।
এক বছর বিরতি দিয়ে সেই টুর্নামেন্ট আবার মাঠে গড়াচ্ছে। ফেব্রুয়ারির প্রতি শুক্রবার ও শনিবার টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২ ফেব্রুয়ারি রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটির স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হবে জাবিয়ানদের এই ক্রিকেট টুর্নামেন্ট।
গত আসরে ১৪টি দল অংশ নিলেও এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৬’তে। দলগুলো গঠন হয়েছে জাহাঙ্গীরনগরের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ব্যাচ ভিত্তিক।