শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচ তারকা হোটেলে আনন্দঘন পরিবেশে কেক কেটে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির মালয়েশিয়া শাখা।
শুরুতেই কোরআন তেলাওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সবার জন্য দোয়া করেন সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়ার শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতু আব্দুল রউফ লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া সহসভাপতি খাইরুল ইসলাম মিরাজ, কাজী ইসমাইল হোসেন রানা, তারিকুল ইসলাম চৌধুরী, বাবলা মজুমদার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার উপদেষ্টা ও মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী উপদেষ্টা ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সরদার, সোহাগ, সিরাজুল ইসলাম, মো. ইয়াসিন, রুহুল আমিন প্রমুখ।