আন্তর্জাতিক

সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূলের সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো পিয়ংইয়ং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় সময় সকাল ৭টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উৎক্ষেপণের বিবরণ বিশ্লেষণ করছে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পুলওয়াসাল-৩-৩১ নামের নতুন সাবমেরিন-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল। শীর্ষ নেতা কিম জং উন পরীক্ষাটি তত্ত্বাবধান করেছিলেন।