সারা বাংলা

ভবনের টয়েলেটের বর্জ্যে প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ দূষিত

কুষ্টিয়ার দৌলতপুরে একটি দুই তলা ভবনে ব্যবহৃত সবগুলো বথরুমের বর্জ্য পাইপের সাহায্যে আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে, বিদ্যালয়টিতে পড়ালেখার পরিবেশ ব্যাহত হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে জানালেও এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। 

বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আল্লারদর্গা বাজারে অবস্থিত আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ভবনের দক্ষিণ পাশের সীমানায় হলুদবাড়িয়া গ্রামের জোনায়েদ বিশ্বাসের একটি দ্বিতল ভবন অবস্থিত। ওই ভবনে ব্যবহৃত সব টয়লেটের বর্জ্য পাইপ লাইনের মাধ্যমে সব সময় বিদ্যালয় চত্বরে ফেলা হচ্ছে। ফলে বর্জ্যের দুর্গন্ধে বিদ্যালয়ে আসা শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কষ্ট পাচ্ছেন। পরিবেশ দূষিত হওয়ায় শিক্ষা কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে। দুর্গন্ধের বিষয়টি ভবনের মালিককে একাধিকবার মৌখিকভাবে বলা হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। যার প্রেক্ষিতে আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।  

আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দৌলতপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা বলেন, বিষয়টি আমি অবগত আছি। বর্জ্য অপসারণে ওই বাড়ির মালিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, এখনো  কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।