সারা বাংলা

পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ১০.৪ ডিগ্রিতে

একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলক কমেছে শীতের তীব্রতাও।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে, বুধবার একই সময়ে এখানে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্‌ বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলছে। দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধানও বেড়েছে। তবে শীত পুরোপুরি কমেনি।