সারা বাংলা

ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় স্বপ্না রানী ভৌমিক (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সহদেবপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্বপ্না রানী ভৌমিক দাগনভূঞা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই নারী রেললাইনের পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।