ফ্রান্সের রাজধানী প্যারিসের গারে দে লিয়ন রেলস্টেশনে ছুরি হামলায় তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
আহতদের মধ্যে দুজন হালকা আঘাত পেয়েছেন এবং তৃতীয়জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতরা সবাই বিপদমুক্ত আছেন বলে জানিয়েছে পুলিশ।
হামলাকারীর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
সাম্প্রতিক সময়ে প্যারিসে প্রকাশ্যে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে আইফেল টাওয়ারের কাছে তিনজন পর্যটককে ছুরিকাঘাত করা হয়, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
গত বছরের জানুয়ারিতে প্যারিসের রাজধানীর গ্যারে ডু নর্ড রেলস্টেশনে ছুরিকাঘাতে ছয়জন আহত হন।