ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘সাইবার সিকিউরিটি নিশ্চিতে সরকার ৪ ধাপে কাজ করছে। এগুলো হচ্ছে- সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং আন্তর্জাতিকভাবে তথ্য আদান প্রদান। ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোকে আমাদের দেশের সামাজিক ও ধর্মীয় অবস্থা বিবেচনায় রেখে কন্টেন্ট উপস্থাপন ও নিয়ন্ত্রণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি।’
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ ও ‘তারুণ্য সমাবেশ’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কারো যেন মনহানী না হয় সেজন্য সরকার কাজ করছে। এজন্য ফেসবুকসহ সবাইকে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় তারকা সোলাইমান সুখন, তৌহিদ আফ্রিদি, সালমান মোক্তাদির ও কণ্ঠশিল্পী তাসরিফ খানসহ প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান করা হয়।