রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত কর্মীসভায় এ কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ সদস্য বিশিষ্টতে মো. জান্নাতুল নাঈমকে আহ্বায়ক এবং রাকিব হোসেন ও লিটন কুমার দাসকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, নিবিড় হাসান টুটুল, আশফাক অনিক, শীত কুমার উরাং, কৌশিক কুমার মোহন্ত প্রমুখ।
এছাড়াও কমিটির দুটি পদ ফাঁকা রাখা হয়েছে। পরে সমন্বয় করা হবে।
এ সময় নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ–সভাপতি মিখা পিরেগু।
এদিকে, আগামী ৩ মাসের মধ্যে এই কমিটিকে সম্মেলনের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।