সারা বাংলা

জাবিতে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ গঠনের ঘোষণা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ও বিগত সকল নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়তে ‘নিপীড়নবিরোধী মঞ্চ’ গঠনের ঘোষণা দিয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন জলি। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান তিনি। 

ড. আনিছা পারভীন জলি জানান, আগামীকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এই সংগঠনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, যারা এ আন্দোলন পরিচালনা করার জন্য দায়িত্ব পালন করবেন। সেইসঙ্গে আগামীকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দেন তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘নিপীড়নবিরোধী মঞ্চ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের আন্দোলন। সকল শিক্ষক ও শিক্ষার্থী এই আন্দোলনে যুক্ত হবেন বলে আশা রাখছি। এটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটিত সকল নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। শুধু যৌন নিপীড়ন নয়, বিশ্ববিদ্যালয়ের রেগিং, ছাত্র নির্যাতন, অছাত্রদের হল ত্যাগসহ সকল কিছুর বিরুদ্ধে আন্দোলন।’

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, ‘আপনারা জানেন, বিগত দুই বছর পেরিয়ে গেলেও নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে বিচার করা হয়নি। এর পেছনে মূল দায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি এই দায় এড়িয়ে যেতে পারেন না।’

দর্শন বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ ভূইয়া বলেন, ‘আমাদের এই আন্দোলন এই জন্য চলমান থাকবে, যাতে করে এই প্রশাসন যে নিপীড়ক এবং নিপীড়কের দোসরদের বাঁচানোর চেষ্টা করছে, তা যেন না পারে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।