পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিজকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানির পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ আগামী ৯ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। ফলে ওই দিনের পর বন্ধ হয়ে যাবে কোম্পানিটির পাওয়ার প্লান্ট।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে শাহজিবাজার পাওয়ারের প্লান্টের ১৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) আগামী ৯ ফেব্রুয়ারি মধ্য রাতে শেষ হয়ে যাবে।
মেয়াদ শেষের পথে থাকায় এরইমধ্যে শাহজিবাজার পাওয়ার কর্তৃপক্ষ চুক্তি ৫ বছরের নবায়নের জন্য বিপিডিবিকে লিখিত দিয়েছে। ‘নো ইালেক্ট্রিসিটি, নো পেমেন্ট’ এই ভিত্তিতে আবেদন করা হয়েছে, যা এখনও প্রক্রিয়াধীন রয়েছে।