অর্থনীতি

আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-২ সচল

পুঁজিবাজারে সিরামিক খাকে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের উৎপাদন লাইন-২ সচল হয়েছে। মেরামত কাজ সম্পন্নের পর উৎপাদন লাইনটি প্রায় আড়াই মাস পর সচল হলো।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, মেরামত কাজের জন্য গত ২৭ নভেম্বর থেকে বন্ধ থাকা উৎপাদন লাইন-২ চালু করে দেওয়া হয়েছে। এতে সময় লেগেছে প্রায় আড়াই মাসের মত। যদিও কোম্পানিটি দুই মাস সময় লাগবে বলে জানিয়েছিল। এ সময় উৎপাদন লাইন ১, ৩ ও ৪ চালু ছিল।

এর আগে, মেরামতের কাজে উৎপাদন লাইন-১ বন্ধ করা হয়। এই লাইনটি সংস্কার করতে কোম্পানিটি সাড়ে তিন মাস সময় লেগেছিল।