খেলাধুলা

ব্রাউন-ব্রুসে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ 

বাংলাদেশে এসেছেন আরও কয়েকদিন আগে, সিলেট পর্বেও ছিলেন দলের সঙ্গে। কিন্তু চটগ্রাম চ্যালেঞ্জার্সের শ্রীলঙ্কান ওপেনার আভিশকা ফার্নান্দোর জন্য একাদশে জায়গা মিলছিল না অস্ট্রেলিয়ান ব্যাটার জস ব্রাউনের। অবশেষে সুযোগ পেয়েই দারুণ এক ইনিংস খেললেন বিগব্যাশ কাঁপানো এই ওপেনার।

ব্রাউনের সঙ্গে নিউ জিল্যান্ডের ব্যাটার টম ব্রুসের কার্যকরী ইনিংসে ফরচুন বরিশালের বিপক্ষে ১৪৫ রানের লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) মিরপুরে টস হেরে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৪৩ রান তোলে চট্টগ্রাম। 

শুরু থেকেই ইতিবাচক বিপিএলের অভিষেক ম্যাচে দারুণ ছন্দে ছিলেন ব্রাউন। অন্যপ্রান্তে শুরু থেকে অস্বস্তিতে থাকা তানজিদ হাসান তামিম বিদায় নেন পাওয়ার প্লের শেষ ওভারে। ১৯ বলে ১০ রান করেন তিনি। এরপর ব্রুসকে নিয়ে নতুন জুটি গড়েন ব্রাউন। যদিও তিনি নিজেই ফিরলে সেই জুটি বড় হয়নি। ইনিংসের নবম ওভারে দলীয় ৭১ রানে ফেরার আগে ২৩ বলে ৪ ছক্কা ও একটি চারে ৩৮ রান করেন তিনি।

চার নম্বরে নামা শাহাদাত হোসেন দীপুও আজ রান করতেই হিমশিম খান। তবে অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন ব্রুস। দলীয় ১০৪ রানে দীপু ফেরার পর নেমেই প্রথম বলে ৪ হাঁকান নাজিবুল্লাহ জাদরান। তবে পরের বলেই তাকে ফিরিয়ে দেন বরিশালের পাকিস্তানি পেসার ইমরান।

শেষদিকে আর কেউ রানের গতি বাড়াতে পারেননি। ৪০ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন ব্রুস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে চট্টগ্রামের ইনিংস। 

বরিশালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ ইমরান।