বইমেলার ষষ্ঠ দিনে টেলিভিশন সাংবাদিক মোহাম্মদ মোকছেদুর রহমান ওয়ালীর রচনা ও সম্পাদনায় তিনটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন আবাসন ব্যবসায়ী আবু সাঈদ আহমেদ।
মোহাম্মদ মোকছেদুর রহমান ওয়ালীর সম্পাদনায় দুটি বই হলো মুক্তিযুদ্ধের ওপর দেশের খ্যাতনামা লেখকদের লেখা সম্পাদিত বই ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ এবং ‘কৃষ্ণকুমারী’। আর তার রচিত ইংরেজি বইয়ের নাম ‘টিয়ারস অব এনভায়রনমেন্ট’। মূলত পরিবেশ ও জলবায়ুর প্রভাব নিয়ে মোহাম্মদ মোকছেদুর রহমান ওয়ালী লিখেছেন তার ‘টিয়ারস অব এনভায়রনমেনট’ বইটি।
বইটির প্রকাশক জোনাকী প্রকাশনীর সত্ত্বাধিকারী মনজুর হোসেন বলেন, সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি ও সম্পাদনায় বেশ দক্ষতা দেখিয়েছেন মোহাম্মদ মোকছেদুর রহমান ওয়ালী। তার সম্পাদিত বইয়ের বেশ কটি এডিশন এটাই প্রমাণ করেছে।
লেখক ও সম্পাদক মোহাম্মদ মোকছেদুর রহমান ওয়ালী বলেছেন, সাহিত্যের প্রতি অনুরাগ ছোটোবেলা থেকেই আছে আমার। আর পরিবেশের প্রতি দুর্বলতা থেকে এবার ‘টিয়ারস অব এনভায়রনমেনট’ লেখা।