খেলাধুলা

ব্যাটিংয়ে ঢাকা, অধিনায়ক তাসকিন

বিপিএলে তলানির দুই দল দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্সের নিরুত্তাপ ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়েছে। দুর্দান্ত ঢাকা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এই ম্যাচে অধিনায়ক পরির্তন করেছে দুর্দান্ত ঢাকা। ইনজুরির কারণে ঢাকার নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক খেলতে পারছেন না। তার পরিবর্তে ঢাকাকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ।

পয়েন্ট টেবিলে ছয় নম্বর অবস্থানে রয়েছে সিলেট। ৭ ম্যাচে ১ জয় তাদের। নেট রান রেট -১.৫৩৫। সাত নম্বরে থাকা দুর্দান্ত ঢাকা ৬ ম্যাচে ১ জয় পেয়েছে। তাদের নেট রান রেট -১.৭১০। দুই দলেরই কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা নেই। শেষ কয়েকটি ম্যাচে তাদের হার জিত খুব কেবল প্রভাব রাখবে অন্য দলগুলোর সেরা চারের অবস্থানে। 

দুর্দান্ত ঢাকার একাদশ: তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ হাসান, আরাফাত সানী, শরিফুল ইসলাম, নাঈম শেখ, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, উসমান কাদির, লাসিথ ক্রসপুল্লে, অ্যালেজেন্ডার ইয়ান রস ও সিয়াম আইয়ুব।

সিলেট স্ট্রাইকার্সের একাদশ: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, সামিত পাটেল, রায়ান বার্ল, নাঈম হাসান, বেনি হাওয়েল, তানজিম সাকিব ও রেজাউর রহমান রাজা।