ক্যাম্পাস

‘সিরাজগঞ্জের কেউ বিশ্ববিদ্যালয় দাবি করেনি, আমার নিজের দেওয়া’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় করার জন্য শাহজাদপুরবাসী বা সিরাজগঞ্জের কেউ দাবি করেনি। এটা আমাদের, আমার নিজের চিন্তায় করে দিয়েছি। কাজেই এ বিশ্ববিদ্যালয় আমরা ভালভাবেই করব।’

গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে সাংসদ চয়ন ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন। তখন প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শাহজাদপুরে রবীন্দ্রনাথের অবস্থান ছিল। ওখানে বসে তিনি অনেক কবিতা লিখেছেন। কাজেই তার নামেই আমরা সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি এবং সেটার আইনও পাশ হয়ে গেছে, প্রকল্পও নেওয়া হয়েছে।’

এর আগে সংসদ সদস্য (শাহজাদপুর-৬) চয়ন ইসলাম প্রধানমন্ত্রীকে বলেন, ‘শাহজাদপুরে আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ক্লাসসহ সব কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সেখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আপনার সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে শাহজাদপুরে। আমরা আশা করি, এ উন্নয়নও হবে।’

এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম বলেন, ‘সংসদ সদস্য চয়ন ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন। প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং এর উন্নয়নের ব্যাপারে তিনি যে যথেষ্ট মনোযোগী ও সহানুভূতিশীল, তা তাঁর বক্তব্যে পুনরায় স্পষ্ট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও চয়ন ইসলামের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের ব্যাপারে অত্যন্ত তৎপর। আমাদের কর্মকাণ্ড সে অনুযায়ি পরিচালিত হচ্ছে। আমরা আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  অবকাঠামো নির্মাণে সক্ষম হবো।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৮ মে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরের বছর ২০১৬সালের ২৬ জুলাই 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬' জাতীয় সংসদে পাশ হয় এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে দুটি অনুষদের অন্তর্ভুক্ত মোট তিনটি বিভাগে ১০৫ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।