ভারত-মিয়ানমার সীমান্তে অবাধ চলাচল বা ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ বাতিল করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর চলমান সংঘর্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তা সমস্যায় পড়েছে ভারত। আর এর প্রেক্ষিতেই ভারত-মিয়ানমারের মধ্যে অবাধ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ এক্স-এ এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার স্বার্থে ভারত- মিয়ানমার সীমান্তে ফ্রি মুভমেন্ট রেজিম বাতিল করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এর আগে এ সপ্তাহের শুরুতে মন্ত্রী জানান, সুরক্ষার জন্য ভারত ও মিয়ানমারের সীমান্তে ১ হাজার ৬৪৩ কিলোমিটার পর্যন্ত কাটাতারের বেড়া লাগানো হবে।
গত ২১ জানুয়ারি আসাম রাইফেলসের এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে যেভাবে কাটাতারের বেড়া লাগানো রয়েছে, ঠিক তেমনভাবেই ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়া হবে।
‘ফ্রি মুভমেন্ট রেজিম’ অনুযায়ী এতদিন পর্যন্ত ভারত-মিয়ানমার দুই দেশের নাগরিকেরাই সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারতেন কোনো অনুমোদন ছাড়াই। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার কারণে সেই সুযোগ বন্ধ করলো ভারত সরকার।