মটো কর্নার

রংপুর বিভাগে দ্বিতীয়বারের মতো বাইকারদের নিয়ে ক্যাম্পিংয়ের আয়োজন

রংপুর বিভাগে দ্বিতীয়বারের মতো বাইকারদের নিয়ে ক্যাম্পিংয়ের আয়োজন

রংপুর বিভাগে দ্বিতীয়বারের মতো বাইকারদের নিয়ে ক্যাম্পিংয়ের আয়োজন হচ্ছে। পাবর্তীপুর বাইকার্স-এর নিমন্ত্রণে আগামী ২৩ ফেব্রুয়ারি পার্বতীপুরের শয়ার পুকুরে এই ক্যাম্পিং হবে।

ক্যাম্পিং আয়োজনে সহযোগী হিসাবে থাকছে ফুলবাড়ি রাইডার্স, নর্থ রাইডার্স বিডি, দিনাজপুর বাইকার্স, নীলফামারী বাইকার্স ক্লাব ও পার্বতীপুর বাইকার্স।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পিংয়ে যোগদানকারীদের জন্য থাকবে শুভেচ্ছা উপহার, বিকেলের নাস্তা, র‍্যাফেল ড্র, খেলাধুলা, রাতের খাবার, ক‍্যাম্প ফায়ার এবং সকালের নাস্তা। ১০ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং এটি চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। রেজিষ্ট্রেশনের বিকাশ/নগদের মাধ্যমে নির্ধারিত ফি পাঠাতে হবে। নিজস্ব তাবু থাকলে রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা এবং তাবু না থাকলে এক হাজার টাকা।

আয়োজনের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://www.facebook.com/groups/crbz.bd/permalink/6346425905459802/