সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। ভারত ১-০ গোলে এগিয়ে আছে।
এদিন ম্যাচের নবম মিনিটেই লিড নেয় ভারত। এ সময় মাঝমাঠে বলের দখল নেন ভারতের অধিনায়ক নিতু লিন্ডা। তিনি লম্বা পাসে বাড়িয়ে দেন সিবানি দেবিকে। তিনি ডি বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ নেন। তার সামনে ছিলেন কেবল বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল। তিনি সিবানিকে রুখতে সামনে এগিয়ে আসেন। কিন্তু সিবানি তার উপর দিয়ে মেরে বল জালে পাঠান। আর ভারত এগিয়ে যায়।
প্রথমার্ধের বাকি সময়ে বাংলাদেশ বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলোর কোনোটি থেকেই গোল আদায় করে নিতে পারেনি। তাতে ম্যাচেও ফেরেনি সমতা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।