আন্তর্জাতিক

এভারেস্টে যাওয়া পর্বতারোহীদের ফেরার সময় নিজের মল নিয়ে আসতে হবে

মাউন্ট এভারেস্টে আরোহণকারী ব্যক্তিদের এখন তাদের নিজস্ব মল সঙ্গে করে নিয়ে আসতে হবে। এই বর্জ্য মাটিতে পুঁতে ফেলার জন্য বেস ক্যাম্পে ফিরিয়ে আনতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পাসাং লামু গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান মিংমা শেরপা বিবিসিকে বলেছেন, ‘আমাদের পাহাড়ে দুর্গন্ধ শুরু হয়েছে।’

প্রচণ্ড তাপমাত্রার কারণে এভারেস্টে অবশিষ্ট মলমূত্র সম্পূর্ণরূপে ক্ষয় হয় না।

মিংমা শেরপা বলেন, ‘আমরা অভিযোগ পাচ্ছি যে পাহাড়ে মানুষের মল দৃশ্যমান এবং কিছু পর্বতারোহী অসুস্থ হয়ে পড়ছে। এটি গ্রহণযোগ্য নয় এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করছে।

তিনি জানান, যেসব পর্বতারোহী মাউন্ট এভারেস্ট এবং কাছাকাছি মাউন্ট লোটসে আরোহনের চেষ্টা করছেন তাদের বেস ক্যাম্প থেকে মল রাখার ব্যাগ কেনার আদেশ দেওয়া হবে। তাদের ফিরে আসার পরে এই ব্যাগ পরীক্ষা করা হবে।