লক্ষ্মীপুরে অভিভাবকের বেশে স্কুলে ঢুকে আরেক অভিভাবকের ৯ মাস বয়সী সন্তান নিয়ে উধাও হয়ে গেছেন এক নারী।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত মালিহা ইসলাম অহি নামের ওই শিশুটি উদ্ধার করা যায়নি। এর আগে দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
শিশু অহি সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সেলিম ও মরিয়ম বেগমের সন্তান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্ট চলছিলো। ওই সময় দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম মিহিরকে তার মা মরিয়ম বেগম প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছিলেন। এক পর্যায়ে কোলে থাকা অহিকে তিনি এক অভিভাবকের কাছে দেন। এ সুযোগে অপরিচিত ওই নারী তাকে নিয়ে সটকে পড়েন। ধারণা করা হচ্ছে, বোরকা পরিহিত ওই নারী পাচারকারী দলের সদস্য।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।