অফিস থেকে বাসায় ফিরতেই অবাক হয় আয়ান। বাসায় কেমন যেন উৎসব উৎসব ভাব। গুরুগম্ভীর বাবাকে কারণ জিজ্ঞাসা করলে ঠিকঠাক উত্তর পায় না। বাবাকে এড়িয়ে মায়ের কাছে যায়, তারপর ছোট বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। ‘একটাই তুমি’ নাটকের গল্পের শুরুটা এমন পারিবারিক আবহে।
এ নাটকে আয়ান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আয়ানের প্রেমিকা নীলা চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তটিনী। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ নাটক নির্মাণ করেছেন মাশরিকুল আলম। এর চিত্রনাট্য রচনা করেছেন শুভ্র আহসান।
নাটক সম্পর্কে নির্মাতা মাশরিকুল আলম বলেন, পারিবারিক আবহে অন্যরকম একটি মিষ্টি প্রেমের গল্প এটি। সংশ্লিষ্টরা মনে করেন, এমন নিখাদ প্রেমের গল্প সচরাচর দেখা যায় না। যেমনটা দেখাবেন এবার জোভান-তটিনী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, সমু চৌধুরী, সবুজ সানী প্রমুখ।
প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘একটাই তুমি’ নাটকটি খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।