চুয়াডাঙ্গায় এখন প্রচণ্ড শীত। বইছে উত্তরের হাওয়া। এ কারণে এখানে তীব্র শীত অনুভূত হচ্ছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.০ ডিগ্রি সেলসিয়াস।
তবে, তাপমাত্রা কমলেও আকাশে সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে। কিন্তুু বাতাসের কারণে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন।
চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.০ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিলো ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।