বিনোদন

বাবা-মা হতে যাচ্ছেন এ তারকা দম্পতি

বাবা-মা হতে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি রিচা চাড্ডা ও আলী ফজল। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম পোস্টে আলাদা আলাদাভাবে এ ঘোষণা দেন তারা।

রিচা-আলী তাদের পোস্টে দুটো ছবি শেয়ার করেন। প্রথম ছবিতে একটি অঙ্কের সমীকরণ। তাতে লেখা, ১+১ = ৩। দ্বিতীয় ছবিতে দেখা যায়, রিচা-আলী পরস্পরের চোখে ডুবে আছেন। এ ছবির নিচে গর্ববতী হওয়ার একটি ইমোজি সেঁটে দিয়েছেন। ক্যাপশনে লেখেন, ‘একটি ক্ষুদ্র হার্টবিট এখন আমাদের দুনিয়ায় প্রবল শব্দ করছে।’

পোস্টটি করার পর অনুরাগীদের পাশাপাশি বলিউডের অনেক তারকাই এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন— ম্রুণাল ঠাকুর, কৃতি খারবান্দা, শ্বেতা বসু প্রসাদ, আয়ুষ্মান খুরানা প্রমুখ।

‘ফুকরে’ সিনেমার শুটিং সেটে রিচা চাড্ডা এবং আলী ফজলের পরিচয়। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। ২০২২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।