খেলাধুলা

ইমরুল ফিরলেন, ব‌্যাটিংয়ে ঢাকা

বিপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত ঢাকা একটি জয়ই পেয়েছে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি বিপিএল শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে। এরপর ঢাকা টানা ছয় ম‌্যাচে ছয়টিই হেরেছে। শুক্রবার নিজেদের অষ্টম ম‌্যাচে ঢাকা প্রতিপক্ষ হিসেবে আবারও পেয়েছে কুমিল্লাকে। মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা ৭টায় ম‌্যাচটি শুরু হবে।

এরই মধ‌্যে টস সম্পন্ন হয়েছে। দুর্দান্ত ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ টস জিতে ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নিয়মিত অধিনায়ক মোসাদ্দেকের চোটে তাসকিন দ্বিতীয়বার অধিনায়কত্বের সুযোগ পেয়েছেন। প্রতিযোগিতার কোয়ালিফায়ারের লড়াই থেকে ছিটকে গেছে ঢাকা। টিকে আছে শিরোপাধারী কুমিল্লা। ৬ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮। রয়েছে পয়েন্ট তালিকার তিন নম্বর পজিশনে।

আজ জিতলে রান রেটের হিসেবে তারা পেছনে ফেলবে চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্সকে। সঙ্গে লড়াইয়েও এগিয়ে থাকবে। এ ম‌্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ইমরুল কায়েস। পায়ের চোটের কারণে তিন ম‌্যাচ মিস করেছিলেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। দুর্দান্ত ঢাকার হয়ে প্রথমবার খেলতে নেমেছেন অ‌্যান্ড্রু ম‌্যাকার্থি, মোহাম্মদ ইরফান ও তাহজিবুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, উইলিয়ামস জ‌্যাকস, রেমন অন্টন রেইফার, ডেভিড গেষ্ট, ম‌্যাথু ওয়ালটার ফর্ডে ও ইমরুল কায়েস।

দুর্দান্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ হাসান, আরাফাত সানী, শরিফুল ইসলাম, নাঈম শেখ, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, মোহাম্মদ ইরফান, অ‌্যালেজেন্ডার ইয়ান রস, অ‌্যান্ডু ম‌্যাকার্থি।