খেলাধুলা

টি-টোয়েন্টিতে সাকিবের ৭ হাজার

সৈকত আলীকে মিড উইকেটে খেলে ডাবল নেন সাকিব আল হাসান। সঙ্গে সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সে খেলা বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই কীর্তিতে নাম লেখান সাকিব। এই রান করতে সাকিব খেলেন ৪২২টি ম্যাচ। 

৮ রান দূরে থেকে আজ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছিলেন। ঝড়ো ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ২৭ রান। চোখের সমস্যায় সংগ্রাম করা সাকিব শেষ দুই ম্যাচে রানের দেখা পেয়েছেন। না হয় আরও আগেই এই কীর্তিতে নাম লেখাতে পারতেন।

৪২২ ম্যাচে সাকিবের মোট রান ৭ হাজার ১৯। গড় ২১.২৫। স্ট্রাইক রেট ১২৪.৩০। ফিফটি ২৯টি, কোনো সেঞ্চুরি নেই। এই রান করতে সাকিব বল খেলেছেন ৫ হাজার ৬৪১টি। চার মেরেছেন ৬৪৬টি আর ছয় ১৯৭টি। 

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের কীর্তি আছে তামিম ইকবালের। ২৫৫ ম্যাচে তামিমের রান ৭ হাজার ৩৮৬। ৪৬টি ফিফটি ও ৪টি সেঞ্চুরিতে ৩১.৯৭ গড়ে এই রান করেন তামিম।