আন্তর্জাতিক

পাকিস্তানে ব্লক করা হয়েছে এক্স

পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্লক করে দেওয়া হয়েছে। শনিবার এক্স ব্যবহারকারীরা এবং ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ প্রতিষ্ঠান নেটব্লকস বলেছে, ‘একটি বিতর্কিত নির্বাচনের পরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের আওতায় এ ঘটনা ঘটেছে।’

অধিকারকর্মী উসামা খিলজি জানিয়েছেন, নির্বাচনের দুদিন পরেও পাকিস্তানজুড়ে এক্স-এ প্রবেশ করা যাচ্ছে না। 

আরেকজন কর্মী আম্মার রশিদ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ঘন ঘন গণযোগাযোগ বন্ধের মাধ্যমে স্বচ্ছতার সাথে আপস করা হচ্ছে এবং রাজনৈতিক ফলাফলকে কারসাজি করার জন্য ব্যবহার করা হচ্ছে।