বন্দরনগরী চট্টগ্রামে ডিসি পার্কে বাংলাদেশসহ ১৬টি দেশের অংশগ্রহণে দুই দিনব্যাপী মাল্টিকালচারাল ফ্যাস্টিভ্যাল শুরু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফিতা কেটে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো, ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রমুখ।
দুই দিনের মাল্টিকালচারাল ফ্যাস্টিভ্যালে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর, লাউস, ফ্রান্স, নেপাল, ভূটান, ফিলিপাইনসহ ১৬টি দেশের সাংস্কৃতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছে। চট্টগ্রামস্থ এশিয়ান উইমেন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ১৭ দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাকে ফ্যাস্টিভ্যালে বিভিন্ন সাংস্কৃতি পরিবেশনা ও তাদের খাদ্য ও অন্যান্য শিল্প-সংস্কৃতি তুলে ধরছেন।
দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে গড়ে উঠা ১৯৭ একরের ডিসি পার্কে এখন চলছে মাসব্যাপী ফুল উৎসব। এ উৎসবে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত চলছে মাল্টিকালচারাল ফ্যাস্টিভ্যাল। প্রথম দিনে শত শত দর্শনার্থী ফ্যাস্টিভ্যাল ও ফুল উৎসব উপভোগ করেন।