মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নিরব আহমেদকে (১৭) ছুরিকাঘাতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।
রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার বালাশুর শ্রীনগর-দোহার সড়কে নিউ অক্সফোর্ড কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের শিশু ছাত্র-ছাত্রীদের এবং একই সময় ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও চৌধুরী বাড়ীর সামনে শ্রীনগর-দোহার সড়কে মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি কামারগাঁও বাজার হয়ে শ্রীনগর-দোহার সড়ক প্রদক্ষিণ করে বালাশুর চৌরাস্তায় এসে শেষ হয়।
আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা
মানববন্ধনে অংশ নেয়, ভাগ্যকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম একুল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, ছাত্রলীগ নেতা সিফাত, আবির, নিহত নিরব’র মামা খৈয়াম বেপারী, মা নিপা বেগম, নানা সেকান্দার বেপারী, মেম্বার আইয়ুব খানসহ ইউনিয়নের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ।