অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কথাসাহিত্যিক মুহম্মদ নিজামের নতুন উপন্যাস ‘নর্তকী ও পুঁজিপতি শাসিত এই ব্রোথেল পৃথিবীতে’। বইটি প্রকাশ করেছে উপকথা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
লেখক মুহম্মদ নিজাম বলেন, আমি ছোট প্রাণের বড় ব্যথা নিয়ে কাজ আমি। ডিভাইন ল নিয়ে প্রশ্ন উত্থাপন করি। এসব লেখালেখির মধ্য দিয়ে মানুষকে মানুষের কাছে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব বলে বিশ্বাস করতে ভালোবাসি। ‘নর্তকী এবং পুঁজিপতি শাসিত এই ব্রোথেল পৃথিবীতে’ খুবই ঝুঁকিপূর্ণ জীবনযাপন করা একদল তরুণ-তরুণীর গল্প বলেছি।
বইটি পাওয়া যাবে উপকথার প্রকাশনীর ৫৬৪ নং স্টলে। মুদ্রিত মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।