ভালোবেসে মারিয়া গোরোটির সঙ্গে ঘর বেঁধেছেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি। ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি চার্চে গিয়ে বিয়ে করেন তারা। এরপর কেটে গেছে প্রায় ২৫ বছর। তারপরও আইনি বিয়ে করেননি এই দম্পতি। কয়েক দিন পরই মারিয়া-আরশাদের ২৫তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে আইনি বিয়ে করলেন তারা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৩ জানুয়ারি কোর্টে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করেছেন মারিয়া ও আরশাদ।
দুই যুগের বেশি সময় পার হওয়ার পরও বিয়ে রেজিস্ট্রি না করার কারণ ব্যাখ্যা করে আরশাদ ওয়ারসি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা কখনো এটিকে গুরুত্বপূর্ণ মনে করিনি। যখন সম্পত্তি সংক্রান্ত বিষয় আসে তখন আমরা এর গুরুত্ব অনুধাবন করতে পারি। আইনের স্বার্থে আমরা বিয়ে রেজিস্ট্রি করেছি। অন্যথায়, আমি পার্টনার হিসেবেই অনুভব করি। তা ছাড়া দুজন মানুষ যদি পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন তাই যথেষ্ট।’
সুখী দম্পতি হওয়ার মূলমন্ত্র কী? এমন প্রশ্নের উত্তরে আরশাদ ওয়ারসি বলেন, ‘সুখী বিবাহিত জীবন নয়, এটি সফল বিবাহিত জীবন। আমাদের বিবাহিত বছরগুলো উন্মাদনাপূর্ণ ছিল। মারিয়া এবং আমি একদম আলাদা মানুষ। আমার মনে হয়, এটি মূল জাদু। মারিয়া খুব গরম মাথার মানুষ। কিন্তু আমি শান্ত। মারিয়া সুশিক্ষিত, আমি তা নই। আমার মনে হয়, এসবই আমাদের জীবনে অনুঘটক হিসেবে কাজ করেছে।’
আরশাদ ওয়ারসির স্ত্রী মারিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা কোর্ট ম্যারিজ করেছি। বিশেষ বিবাহ আইনে আমরা বিয়ে করেছি। আদালতে আমাদের সন্তানেরা উপস্থিত ছিল না, আসলে তাদের নিয়েই যাওয়া হয়নি। শুধু সাক্ষীদের নেওয়া হয়েছিল। কোর্টের বড় চেয়ারে বসে অনেক হেসেছি। কারণ আমি একই ব্যক্তিকে তিনবার বিয়ে করলাম। এটা কজন করতে পারে?’
আরশাদ-মারিয়া দম্পতির দুই সন্তান। ২০০৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করে তাদের পুত্র জেকে ওয়ারসি। ২০০৭ সালের ২ মে জন্মগ্রহণ করে কন্যা জেনে ওয়ারসি।