সারা বাংলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: শেরপুরেও চাঁদের জামিন মেলেনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে করা মামলায়ও তার জামিন হয়নি। 

শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু বাদী হয়ে এ মামলা করেন। 

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) চাঁদকে শেরপুর আদালতে হাজির করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ১১ অক্টোবর রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুধাংশু শেখর রায়ের আদালতও চাঁদের জামিন নামঞ্জুর করেন।

২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে জনসভায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগ পুঠিয়া থানায় হওয়া মামলায় চাঁদকে ২৫ মে গ্রেপ্তার করে পুলিশ। একই বক্তব্যকে কেন্দ্র করে রাজশাহীসহ দেশের অন্যান্য জেলায় তার নামে ২৭টি মামলা হয়। এ সব মামলায় তিনি কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে বর্তমানে ৭৩টি মামলা চলমান বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।