হবিগঞ্জে লক্ষীপেঁচার তিনটি ছানা উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের টাউন হল রোডে খোয়াই থিয়েটারের সামনে পেঁচার ছানাগুলো হস্তান্তর করা হয়।
এর আগে থিয়েটারের নাট্যকর্মী জুবায়েদ হোসেন ও লিটন দাস লক্ষীপেঁচার তিনটি ছানা দেখে বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলকে জানায়। তিনি সেগুলো উদ্ধার করে বনবিভাগকে জানান। সোমবার দুপুরে খোয়াই থিয়েটারে এসে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ছানাগুলো তার কার্যালয়ে নিয়ে যান।
তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স ১৫ থেকে ২০ দিন। উড়তে শিখিয়ে তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। বাপা’র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, লক্ষীপেঁচা সচরাচর দেখা যায় না। আশা করছি, দ্রুত ছানা তিনটি সুস্থ হয়ে উঠবে।
হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি সংরক্ষণ বিভাগের জিয়াউল হক রাজু, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক ইয়াসিন খান, ফজলুল করিম, মর্তুজা আলী, স্বপন রায় প্রমুখ।