খেলাধুলা

৭৯ রানে নেই ৫ উইকেট, তারপরও ২২০ রানে থামলো উইন্ডিজ

আগের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষটিতে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে তারা। ৭৯ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২২০ রানে থামে ক্যারিবিয়ানরা।

রাসেল সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ঝড় তোলেন। মাত্র ২৯ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৭১ রানের ইনিংস খেলে আউট হন। রাদারফোর্ড অবশ্য অপরাজিত ছিলেন। তিনি ৪০ বলে ৫টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৬৭ রান করেন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজন মাত্র ৬৭ বলে দলীয় সংগ্রহে ১৩৯ রান যোগ করেন।

এই দুইজনের বাইরে রোস্টন চেজ ২০ বলে ৩টি চার ও ২ ছক্কায় করেন ৩৭ রান। আর রোভম্যান পাওয়েল ৩ চারে করেন ২১ রান।

ওয়ানডের পর টি-টোয়েন্টিতে বল হাতে অভিষেকে দারুণ বোলিং করেন জাভিয়ের বার্টলেট। শুরুতে ক্যারিবিয়ানদের চেপে ধরে তুলে নেন ২ উইকেট। শেষদিকে অবশ্য রান দেন। অভিষেক ম্যাচে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।