রাজনীতি

মতিঝিলে শ্রমিক দলের লিফলেট বিতরণ

গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা।

১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে বিভিন্ন স্থানে বিতরণ ও গণসংযোগ করে দলটি।

এ সময় নেতাকর্মীদের, দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।

শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মতিঝিল, দিলকুশায় বিএনপি ঘোষিত দেশ বাঁচাও -মানুষ বাঁচাও শিরোনামে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে শ্রমিক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, যুব সম্পাদক খোরশেদ আলম, সহপ্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ বাদল, কৃষি ব্যাংকের মিরাজ হোসেন, বিআইডব্লিউটিসির মো. আলাউদ্দিনসহ বিপুলসংখ্যক শ্রমিক দল নেতারা অংশগ্রহণ করেন।