কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রমজান আলী মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রমজান আলী মন্ডল কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হারেজ আলী মন্ডলের ছেলে।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ জুলাই ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন রমজান আলী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রমজানকে একমাত্র আসামি করে মিরপুর থানায় ধর্ষণ মামলা করেন।
তদন্ত শেষে ওই বছরের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
কুষ্টিয়া নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন বাপি বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে সমাজে এ ধরণের অপরাধ কমে আসবে।