আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন প্রাবো সুবিয়ান্টো

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্রাবো সুবিয়ান্টো বেসরকারিভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন। বুধবার ভোট গনণায় তাকে বিশাল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে এগিয়ে থাকতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, প্রথম ধাপেই প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন প্রাবো।   দেশব্যাপী ভোট কেন্দ্রের নমুনায় গণনা করা ব্যালটের ভিত্তিতে চার বিশ্লেষক জানিয়েছেন, রাজনৈতিক অভিজ্ঞ প্রাবো প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী আনিস বাসুইদান ২৫ শতাংশ এবং গানজার প্রানু পেয়েছেন ১৭ শতাংশ ভোট।

বিজয়ের পূর্বাভাস দেখে সমর্থকদের সামনে দেওয়া ভাষণে, প্রাবো ‘সেরা ইন্দোনেশিয়ানদের’ সমন্বয়ে একটি সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার নির্বাচন কমিশনের ফল ঘোষণার গতি অনেক ধীর ছিল। দুপুর পর্যন্ত প্রায় ৬ শতাংশ ভোট গণনা করা হয়েছিল। তাতেও প্রাবোকে ৫৭ দশমিক ৭ শতাংশ ভোট পেতে দেখা গেছে।