খেলাধুলা

কুমিল্লার বিপক্ষে লড়াই করার পুঁজি পেলো খুলনা

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়াই করার পুঁজি পেয়েছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৪ রান করেছে খুলনা। জিততে কুমিল্লাকে করতে হবে ১৬৫ রান।

এদিন আলেক্স হেলস ও আফিফ হোসেনের উদ্বোধনী জুটিতে ৪ ওভারেই ৩২ রান তুলে ফেলে খুলনা। এরপর আউট হন হেলস। ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করেন তিনি। অধিনায়ক এনামুল হক ৬৯ রানের মাথায় আউট হন। ২ ছক্কায় ১৮ রান আসে তার ব্যাট থেকে। ৭১ রানের মাথায় গিয়ে ফেরেন আফিফ। ৩৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি।

এরপর এভিন লুইস ও মাহমুদুল হাসান জয় দলীয় সংগ্রহকে টেনে নেন ১২৮ পর্যন্ত। অবশ্য এরপরই ফিরেন জয়। ১ চার ও ২ ছক্কায় ২৮ রান করে যান তিনি। লুইসও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩৯ রানের মাথায় তিনি ফিরেন সর্বোচ্চ ৩৯ রান করে। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিল।

সেখান থেকে দ্রুত কয়েকটি উইকেট হারায় খুলনা। কিন্তু ওয়েন পার্নেল ১১ বলে ২ ছক্কায় ২০ রানের ইনিংস খেলে শেষ ওভারে আউট হন। তাতে খুলনার সংগ্রহ ১৬৪ পর্যন্ত যায়।

বল হাতে কুমিল্লার ম্যাথু ফোর্ড ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট নেন। মঈন আলী ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।