লেবাননে ‘বিস্তৃত হামলা’ চালিয়েছে ইসরায়েল। উত্তর ইসরায়েলে রকেট হামলায় এক নারী নিহত ও অন্যরা আহত হওয়ার পর ইসরায়েল বুধবার এ হামলা চালিয়েছে।
লেবাননের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী গ্রামগুলোতে হামলা চালিয়েছে এবং এ ঘটনায় ভবনগুলোতে আগুন লেগেছে।
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে দুই পক্ষই ইসরায়েলের উত্তর সীমান্তে নিয়মিত গুলি চালাচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বুধবার এক্স (আগের টুইটার) এ লিখেছেন, ‘জঙ্গি বিমান লেবাননের ভূখণ্ডে ব্যাপক আক্রমণ শুরু করেছে।’
তিনি জানান, আইডিএফ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সর্বশেষ বিমান হামলার বিষয়ে আরও বিস্তারিত জানাবে।