সারা বাংলা

বান্দরবানে আগুনে পুড়ে ছাই ১০ দোকান

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজারে ভয়াবহ আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইয়াংছা বাজারে একটি জ্বালানি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় দোকানদার এনায়েত হোসেনের অকটেন ও তেলের দোকান থেকেই আগুনের সূত্রপাত। দোকানের আগুন লেগে অকটেনের ড্রাম বিস্ফোরিত হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হোসাইন বলেন, ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ১০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের হিসেবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত অন্য দোকানদাররা বলেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানাই।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ঘটনার ২০ মিনিটের মধ্যে আমার দল ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ১০টি দোকান পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।