শুক্রবার দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন রবীচন্দ্রন অশ্বিন। অন্যদিকে ইংল্যান্ডের বেন ডাকেট তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। তাতে রাজকোট টেস্টের দ্বিতীয়দিন ভারত-ইংল্যান্ড ভাগাভাগি করে নেয়।
১৩০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ভারতের করা ৪৪৫ রানের জবাবে ডাকেটের অপরাজিত ১৩৩ রানের ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে দ্বিতীয়দিন শেষ করে ইংল্যান্ড। ভারতের চেয়ে সফরকারীরা পিছিয়ে আছে ২৩৮ রানে। ডাকেট ১১৮ বলে ২১টি চার ও ২ ছক্কায় ১৩৩ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ১ চারে ৯ রানে অপরাজিত আছেন জো রুট।
জ্যাক ক্রাউলি ২ চারে ১৫ রান করে অশ্বিনের বলে আউট হন। যে উইকেটের মাধ্যমে অশ্বিন টেস্টে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। আর অলি পোপ ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হন।
তার আগে রোহিত শর্মার ১৩১, রবীন্দ্র জাদেজার অপরাজিত ১১০ ও সরফরাজ খানের ৬২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলে প্রথমদিন শেষ করেছিল ভারত। আগের দিন অপরাজিত থাকা জাদেজা আজ ১১২ রানেই সাজঘরে ফেরেন। ১ রানে অপরাজিত থাকা কুলদীপ আজ ৪ রানে আউট হন। এরপর ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহর ব্যাটে ৪৪৫ রান পর্যন্ত যেতে পারে ভারত।
জুরেল ২ চার ও ৩ ছক্কায় করেন ৪৬ রান। অশ্বিন ৬ চারে করেন ৩৭ রান। আর বুমরাহ ৩ চার ও ১ ছক্কায় করেন ২৬ রান।
বল হাতে এক ম্যাচ পর ফেরা মার্ক উড ২ মেডেনসহ ১১৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। রেহান আহমেদ ২ মেডেনসহ ৮৫ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, টম হার্টলি ও জো রুট।