খেলাধুলা

১৯ ওভারে অলআউট শ্রীলঙ্কা

ডাম্বুলাতে আজ শনিবার থেকে শুরু হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।

প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি স্বাগতিকরা। আফগানিস্তানের বোলারদের তোপের মুখে ১৯ ওভারে ১৬০ রানে অলআউট হয়েছে।

ব্যাট হাতে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা একমাত্র ফিফটি করেন। তিনি ৩২ বলে ৭টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন। সাদিরা সামারাবিক্রমা ৩ চারে ২৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ২৪ রান। এছাড়া কুসল মেন্ডিস করেন ১ ছক্কায় ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে আফগানিস্তানের ফজল হক ফারুকি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন নাভিন-উল-হক ও আজমতউল্লাহ ওমরজাই।

ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল আফগানরা। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কিনা দেখার বিষয়।