সারা বাংলা

‘সমন্বয়হীনতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা বাড়ছে’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়হীনতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা বাড়ছে।’

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগ ও বিদ্যুৎ বিভাগের মতো পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের অভাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা বাড়ছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা পরিহার করে কীভাবে দ্রুত করা যায় সেটি নিশ্চিত করার জন্য নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে।

দেশে রিজার্ভের কোনো সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন, কাজের গুণগতমান ভালো করতে গিয়েও অনেক সময় দেরি হয়। সেটি বিবেচনায় রেখে কোনো কাজ যাতে প্রলম্বিত না হয় সে বিষয়ে তৎপর রয়েছি। কোনো উন্নয়ন কার্যক্রমই স্থবির হয়ে পড়েনি। সব কার্যক্রম চলমান রযেছে।

এর আগে মন্ত্রী মতবিনিময় সভায় অংশ নেন। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, জেলা প্রশাসক শামীম আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে একই স্থানে মন্ত্রী রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ এ অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।