ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনের ৬টি টিকিটসহ আমিন মিয়া (৩২) নামের এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া আমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুনিয়াউট এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমিন মিয়া বিভিন্ন ট্রেনের টিকিট উচ্চ দামে বিক্রির জন্য স্টেশনে দাঁড়িয়ে লোকজনকে ডাকাডাকি করছিলেন। পরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি টিকিট কালোবাজারি করেন। তার বিরুদ্ধে আগেও টিকিট কালোবাজারি করার মামলা রয়েছে। আটককৃতের বিরুদের মামলা দায়েরের প্রস্ততি চলছে।