খেলাধুলা

বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে চট্টগ্রাম

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই। হারলেই তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকে। প্লে’অফের শেষ দুটি জায়গার জন্য লড়ছে তিন দল। এর মধ্যে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে চট্টগ্রাম। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম। আজ জিতলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে’অফ নিশ্চিত হবে দলটির। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান পঞ্চমে। আজ জিতলে তাদের পয়েন্ট হবে সমান ১২। সেক্ষেত্রে চট্টগ্রামকে তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে।

এই লড়াইয়ে আছে বরিশালও। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১২। শেষ ম্যাচ জিতলে তাদেরও নিশ্চিত হবে প্লে-অফ। সেক্ষেত্রে আজ ম্যাচে হারা দলটি বাদ পড়তে পারে।

দুই দলই শক্তিশালী একাদশ সাজিয়েছে। চট্টগ্রাম বাদ দিয়েছে ব্রাউনকে। একাদশে ফিরেছেন মোহাম্মদ ওয়াসিম। অন্যদিকে শেই হোপের সঙ্গে খুলনার একাদশে দেখা যাবে জেসন হোল্ডারকেও।

খুলনার একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, জেসন হোল্ডার, শেই হোপ, আরিফ আহমেদ, ওয়েন পারনেল ও পারভেজ হোসেন ইমন।

চট্টগ্রামের একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, মোহাম্মদ ওয়াসিম, বেলাল খান, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলী, রোমারিও শেফার্ড, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল।