পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘ মোয়াদে ‘এএ+’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানির এ রেটিং নির্ণয় করা হয়েছে।