দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
কারাফটকে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শহীদনগর থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছিল পুলিশ।