সারা বাংলা

রাজবাড়ীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় শরিফ খান (৪২) নামে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে কালুখালী উপজেলার রুপসা সুইচগেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শরিফ খান কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সুইচ গেট এলাকায় মুদি দোকান ছিলো শরিফের। ঘটনার রাতে পাশের একটি মাহফিলে যেতে পাঞ্জাবি পরে বের হন তিনি। পরে বাজার এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।