সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের সংরক্ষিত যে ৫০টি নারী আসন, তার নির্বাচন প্রক্রিয়াও শেষ পর্যায়ে। সেটা সম্পন্ন হওয়ার পরে যখন গেজেট হবে, তারপর নারী সংসদ সদস্যদের শপথের সময় নির্ধারণ করা হবে।
স্পিকার বলেন, শপথ গ্রহণের পর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন। যদি গেজেট ও শপথ হয়ে যায়, তাহলে তারাও অন্য সংসদ সদস্যদের সঙ্গে জাতীয় সংসদের সব কার্যক্রমে যোগ দিতে পারবেন।
এসময় অন্যদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম এবং স্থা্নীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।